সার্ভার । Server
সার্ভার কিঃ সার্ভার মুলত একটি কম্পিউটার যেখানে তথ্য থাকে এবং সেই তথ্যের আদান-প্রদানের সিস্টেম থাকে। আমাদের মোমোরিতে তথ্য থাকে, তাই বলে মেমোরি সার্ভার না,কারন মেমোরি নিজ থেকে তথ্যের আদান-প্রদান করতে পারেনা। বরং মেমোরি সার্ভারের একটা অংশ।সার্ভার কিভাবে কাজ করে
এবার আসা যাক,
আমরা সার্ভার বলতে সচারচর যেটা বুঝি অর্থাৎ ওয়েব সাইটের সার্ভার, ফেসবুকের সার্ভার
ইত্যাদি। তাদের সার্ভার মানে ওই একই কথা। যেহেতু তাদের সার্ভারে অনেক অনেক তথ্য থাকে
তাই তাদের মেমোরি গুলা অনেক বড় সাইজের এবং অনেক শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে। আর
এই কম্পিউটারগুলো দিনরাত বিশ্রামহীন ভাবে চলতে থাকে। কারন কম্পিউটারগুলো বন্ধ হয়ে গেলে
আমরা তথ্য সার্ভার থেকে পাবোনা। আমরা ইন্টারনেটের মাধ্যমে কোনো তথ্যের জন্য রিকুয়েষ্ট দেই সার্ভারে সেই তথ্য সার্ভারে কম্পিউটার থেকে আমাদের কাছে এসে যায়।
আপনি চাইলে
আপনার কম্পিউটার অথবা ফোনকেও সার্ভার হিসাবে ব্যবহার করতে পারবেন। কিন্ত সেটাতে প্রবলেম
আছে প্রথমত আপনার কম্পিউটার ২৪ঘন্টা চালু রাখা সম্ভব না, আর সম্ভব হলেও অল্পতেই নষ্ট
হয়ে যাবার সম্ভবনা থাকে। সার্ভারের জন্য কম্পিউটার গুলো স্পেশালভাবে তৈরী করা হয়।
চিত্রে সার্ভারে মাধ্যমে তথ্যের আদান-প্রদান দেখানো হচ্ছে
0 Comments